ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বান্দরবানে জাতীয় শোক দিবস উদযাপন

কৌশিক দাশ, বান্দরবান
🕐 ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

বান্দরবানে জাতীয় শোক দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।

শোক দিবস উদযাপন উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয়ও দলীয় পতকা উত্তোলন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর ও আওয়ামীলীগ এর দলীয় নেতাকর্মীরা।

পরে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এরপর সারিবদ্ধভাবে যথাক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার, জেলা আওয়ামীলীগের নেতাকর্মী, সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কোরআনখানি,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে দিবসটি উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ আলোচনাসভা এবং নানান কর্মসুচি উদযাপন করছে জেলা আওয়ামীলীগ ও প্রশাসন।

 
Electronic Paper