ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পানিবন্দি নগরে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
🕐 ৯:২৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২২

পানিবন্দি নগরে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

টানা বর্ষণে পানিবন্দী নগরীর কাতালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে নগরের পাঁচলাইশ থানার কাতালগঞ্জ আব্দুল্লাহ খান লেইনের ‘খান হাউস’ নামে একটি ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ভবনের তত্ত্বাবধায়ক আবু তাহের (৬৫) এবং গাড়ী চালক মো. আবুল হোসেন (৩৮)। সিএমপির পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন মজুমদার এই খবর নিশ্চিত করেন।

ওসি বলেন, গত দুদিনের বৃষ্টিতে তিন তলা ভবনটির নিচ তলায় পানি উঠে গিয়েছিল। নিচ তলার সবাই ওপরে ওঠে যাওয়ার পর তাহের ও হোসেন আইপিএস এর সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র অফিসার মো. শহীদুল ইসলাম জানান, ভবনের আইপিএস ছিল সিঁড়ির নিচে। পানি উঠে যাওয়ায় তাহের ও হোসেন আইপিএস এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। সংযোগ খোলার পর পানির মধ্যে তারা বিদ্যুতায়িত হয়ে পড়েন।

ভবনের বাসিন্দারা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা গিয়ে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে তাহেরকে সিঁড়ির নিচ থেকে উদ্ধার করি।

 
Electronic Paper