ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোম্পানীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
🕐 ৯:১৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২২

কোম্পানীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন, নোয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল হামিদ।

সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক), ইসরাত সাদমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, কোম্পানীগঞ্জ থানার এসআই আক্তার হোসেন প্রমূখ।

কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

 
Electronic Paper