ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এনজিওর গাড়িতে ১ লাখ ১৫ হাজার ইয়াবা

টেকনাফ প্রতিনিধি
🕐 ৩:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ০৬, ২০১৮

চেকপোস্টে তল্লাশি আওতার বাইরে রাখার সুযোগকে কাজে লাগিয়ে এবার এনজিওর মাইক্রোবাসে পাচার হচ্ছে ইয়াবা। মঙ্গলবার সকাল ৭টার দিকে টেকনাফ ডিগ্রী কলেজ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার ইয়াবা ও একটি এনজিও সংস্থার স্টিকারযুক্ত মাইক্রোবাসসহ এর চালককে আটক করেছে র‌্যাব।

আটক গাড়িচালক মীর কাশেম (৩০) কক্সবাজারের মহেশখালী উপজেলার মিঠাছড়ির মৃত আবু ছৈয়দের ছেলে।

র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনজিও সংস্থা ডিসিএ’র স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসে (ঢাকামেট্রো-চ-১৯-৬৩৫৫) তল্লাশি করা হয়। এ সময় মাইক্রোবাসটিতে বিশেষ কায়দায় রাখা ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক মীর কাশেমকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মানবিক সহায়তা দিতে কাজ করা এনজিওর গাড়িগুলো নানা কারণে চেকপোস্টে তল্লাশি করা হয় না বলে জেনেছি। এ সুযোগের অপব্যবহার করে চালকরা ন্যাক্কারজনক কাজে জড়াচ্ছেন। যার প্রমাণ এ ঘটনা।

 
Electronic Paper