ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চট্টগ্রাম বন্দরের নৌবহারে এলো অত্যাধুনিক দুই টাগবোট

চট্টগ্রাম ব্যুরো
🕐 ৮:২৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২

চট্টগ্রাম বন্দরের নৌবহারে এলো অত্যাধুনিক দুই টাগবোট

দেশের নিরবচ্ছিন্ন উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্হিবিশ্বের সাথে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এবং কন্টেইনারে পণ্য পরিবহনে ৯৮ শতাংশ এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়।

বিগত কয়েক বছরে চট্টগ্রাম বন্দরে জাহাজ গমনাগমনের পরিমাণ প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। এই কার্যপরিধি বিবেচনায় বিগত ২৪ জানুয়ারী ২০১৯ তারিখে বৃদ্ধি করা হয় বন্দরসীমা।

বাণিজ্যিক জাহাজসমূহকে বন্দরের জেটিতে নিরাপদে ভেড়ানো এবং প্রস্থানকালীন সময়ে টাগবোট এর ব্যবহার আবশ্যিক। চট্টগ্রাম বন্দরে সাধারণ প্রযুক্তির প্রায় ৮টি টাগবোট বিদ্যমান। বন্দরের বিদ্যমান চাহিদা পূরণের লক্ষ্যে আধুনিক ও অধিক শক্তিশালী টাগবোটের প্রয়োজন বিবেচনায় এই টাগবোট দুটি সংগ্রহ করা হয়।

টাগবোট দুটি’র প্রত্যেকটির ক্ষমতা ৭৫ টন বোলার্ড পুল। এগুলো একেবারে আধুনিক প্রযুক্তির এসএডি টাগ অর্থাৎ টাগবোট গুলো একই স্থানে ৩৬০ ডিগ্রী ঘুরে যেতে সক্ষম। একারণে টাগগুলো অধিক দক্ষতার সাথে বড় বাণিজ্যিক জাহাজসমূহকে টুইং, পুলিং, পাসিং ইত্যাদি কাজে সাহায্য করতে পারবে। টাগগুলোতে দুটি শক্তিশালী ৩১৫১ বিএইচপি অর্থাৎ দ্বিগুন ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন রয়েছে। এতে শক্তিশালী অগ্নিনির্বাপণ যন্ত্র রয়েছে যার মাধ্যমে প্রায় ১২০ মিটার দূর থেকেও দক্ষতার সাথে পানি এবং ফোমের মাধ্যমে যেকোনো আগুন নিভাতে সক্ষম।

এছাড়াও নদীতে তৈল দূষণ হলে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ছিটিয়ে দূষণ মোকাবেলা করতে সক্ষম। টাগ দুটিতে আধুনিক রাডার, ডিপিএস ইকো সাউন্ডার, অটো পাইলট, ইউএমএস বেতার ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান ফলে, গভীর সমুদ্রেও যে কোনো জাহাজকে প্রতিকূল আবহাওয়াতেও সাহায্য করতে সক্ষম। জ্বালানী ধারণ ক্ষমতা অনুযায়ী টাগবোট দুটি সমুদ্রে একটানা এক মাস চলতে সক্ষম।

টাগ দুটি হংকং এর চায়নায় অবস্থিত চে লি ইয়ার্ডে নির্মিত। এই শিপ ইয়ার্ডে নির্মিত সমধর্মী টাগ সিঙ্গাপুর পোর্ট, সুয়েজ চ্যানেল, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের প্রখ্যাত বন্দরে ব্যবহৃত হচ্ছে। আলোচ্য টাগবোট দুটি এমাসের এক তারিখে চায়না হতে রওনা হয় এবং সাউথ চায়না সি, মালাক্কা স্ট্রেট এবং বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অদ্য আনুমানিক ০৩ ঘটিকার সময় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

উক্ত টাগ বোট চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটিতে বাথিং নেয়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, চে লি শিপ ইয়ার্ড লি. এর লোকাল এজেন্ট ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, (ট্যাজ), এনজিপি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান (ই), পিএসসি, বিএন, বন্দরের সকল বিভাগীয় প্রধান, উপ-বিভাগয় প্রধান।

এ ধরনের আধুনিক টাগবোট চট্টগ্রাম বন্দরের নৌবহরে সংযুক্ত হওয়ায় একদিকে যেমন বন্দরের সক্ষমতা বাড়বে তেমনি ভাবে বন্দরের সুনামও অনেকাংশেই বৃদ্ধি পাবে।

 
Electronic Paper