ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রচারনায় জীবন্ত ঘোড়া ব্যবহার, স্বতন্ত্র প্রার্থীর জরিমানা

নাজমুল সবুজ, কুমিল্লা
🕐 ২:১০ অপরাহ্ণ, মে ২৯, ২০২২

প্রচারনায় জীবন্ত ঘোড়া ব্যবহার, স্বতন্ত্র প্রার্থীর জরিমানা

কুমিল্লা সিটি করপোরশন (কুসিক) নির্বাচনী প্রচারনায় প্রতীক হিসেবে জীবন্ত ঘোড়া ব্যবহার করে জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। শনিবার সকালে নির্বাচনী আচরণবিধি ভাঙ্গার দায়ে নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা রিপা।

নগরীর চর্থা চৌমুহনী এলাকায় জীবন্ত ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লংঘন করার অভিযোগে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার রিপা বলেন, নির্বাচনের আচরণবিধি অমান্য করে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা করায় ওই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। সামনে এমন বিধি যেন অমান্য না করেন, সেজন্য তাকে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন সিটি কর্পোরেশনের অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা বহিষ্কৃত নেতা নিজামউদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দীতা করছেন।

 
Electronic Paper