ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবিতে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু, প্রথম দিনেই নিলেন ৪০০ জন

মুজাহিদ বিল্লাহ
🕐 ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০২১

জবিতে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু, প্রথম দিনেই নিলেন ৪০০ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়। যা চলে দুপুর ১ টা পর্যন্ত। প্রথম দিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন মোট ৪০০ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, প্রথম দিনে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন মোট ৪০০ শিক্ষার্থী। এরমধ্যে ২৪৯ জন ছাত্র ও ১৫১ জন ছাত্রী। এদিন সিনোফার্মের (ভেরোসেল) টিকা দেয়া হয় শিক্ষার্থীদের। সোমবার দ্বিতীয় দিনে মোট ৬০০ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। এরপর মঙ্গলবার তৃতীয় ও শেষদিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর ২৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি উন্মুক্ত করা হয়। কেন্দ্রটিতে চীনের তৈরি সিনোফার্মের (ভেরোসেল) টিকা দেয়া হয়, যা চলে ২৯ অক্টোবর পর্যন্ত।

পরে শিক্ষার্থীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আরো একদিন বাড়িয়ে ৩০ অক্টোবরও টিকা দেয়া হয়। সে সময় প্রথম ডোজের সিনোফার্মের টিকা নেন মোট ১ হাজার ৯৬০ জন।

 
Electronic Paper