ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১

শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শারদীয় দুর্গোৎসবে ইসকন মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির পূজা মন্ডপে হামলা, ভাংচুর ও হত্যার প্রতিবাদে অবরোধ করেছে রাজধানীর শাহবাগ মোড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি অংশ।

এ সময় তারা 'সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে','মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই'- এসব স্লোগান দিচ্ছিলো।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রতিবাদী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা শাহবাগ মোড়জুড়ে অবস্থান নেন। অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। কিছুক্ষণ পরে আরও কিছু শিক্ষার্থী টিএসসি এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে আসেন। বিশেষ করে জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা বেশি রয়েছে ওই অবরোধে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলাকালে ও পূজা শেষ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে মন্দির ও মণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

 
Electronic Paper