ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সতর্ক থাকতে বললেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১

সতর্ক থাকতে বললেন ডিএমপি কমিশনার

রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি যেন না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

অপরাধের শিকার কারা হচ্ছেন, কী কারণে হচ্ছেন, এর সঠিক কারণ নির্ণয় করার তাগিদও দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেছেন, আমাদের মূল দায়িত্ব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা। সে লক্ষ্যে ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ও চেক পোস্ট কার্যক্রম বাড়াতে হবে। তিনি দায়ের হওয়া মামলার দ্রুত তদন্ত আরও বেগবান করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ বছরের আগস্ট মাসে অস্ত্র, মাদক ও গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। মোহা. শফিকুল ইসলাম বলেন, নগরবাসীর আস্থা অর্জনে আমাদের আরও বেশি সজাগ থাকতে হবে। নগরবাসীকে আইনানুগ সহযোগিতা করতে হবে। এমন সব কাজ করতে হবে, যেন আমরা আমাদের পোশাক নিয়ে গর্ব করতে পারি।

মাসিক অপরাধ পর্যালোচনা সভার তথ্য অনুযায়ী, ৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা গুলশান বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন গুলশান ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন তিনি।

 
Electronic Paper