ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেরানীগঞ্জে ডোবায় উল্টে পড়ল তিনতলা ভবন

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

কেরানীগঞ্জে ডোবায় উল্টে পড়ল তিনতলা ভবন

রাজধানীর কেরানীগঞ্জে একটি তিনতলা ভবন পাশের ডোবায় উল্টে পড়েছে। এতে আহত হয়েছেন সাতজন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, ইতোমধ্যে উদ্ধার হওয়া সাতজনের মধ্যে দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।   

স্থানীয়রা জানান, ডোবার ওপরে কয়েকটি পিলারে ভবনটি নির্মাণ করা হয়েছিল। যার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছিল না। এ এলাকায় একই ধরনের আরও কয়েকটি ভবন রয়েছে।  

তবে ভবনটিতে কোনো ভাড়াটিয়া না থাকলেও মালিকের পরিবার থাকত বলে জানান তারা।    

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, ভবনটি কয়েকটি পিলারের ওপরে ঝুঁকিপূর্নভাবে নির্মাণ করা হয়েছিল। এটি উল্টে পড়ার সময় পাশের দুটি ভবনে ফাটল দেখা দেওয়ায় সেখান থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ইতোমধ্যে এসব ভবন থেকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে হয়েছে বলেও জানান তিনি।

 
Electronic Paper