ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নকল তারে সয়লাব

রাজধানীর কদমতলীতে অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

নকল তারে সয়লাব

রাজধানীর কদমতলীতে নকল বৈদ্যুতিক তার উৎপাদন করায় চার কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার সকাল থেকে রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কদমতলী এলাকায় অনুমোদনহীন, ভেজাল, নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করার দায় উৎপাদনকারী চার প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।

তিনি আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে আসছিল।

 
Electronic Paper