ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাকরাইলে মা-ছেলে হত্যা: মামলার রায় ১৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

কাকরাইলে মা-ছেলে হত্যা: মামলার রায় ১৭ জানুয়ারি

রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যা মামলার রায় ঘোষণার জন্য ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ১০ জানুয়ারি, রোববার যুক্তিতর্ক গ্রহণ শেষে দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ তারিখ ধার্য করেন। রায়ের দিন নির্ধারণ করার আগে চার্জশিটের ২২ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/১ বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (ও লেভেল শিক্ষার্থী) গলা কেটে হত্যা করা হয়।

ওই ঘটনায় ২০১৭ সালের ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামিরা করা হয়।

২০১৮ সালের ১৬ জুলাই মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আলী হোসেন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

 
Electronic Paper