ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকায় বাসে আগুন

মাস্টারমাইন্ডসহ তিনজন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গত ১২ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বাসে আগুনের ঘটনায় ‘মাস্টারমাইন্ড’সহ তিনজনকে শনাক্ত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার তাদের শনাক্ত করার বিষয়টি গণমাধ্যমকে জানায় ডিবি মতিঝিল বিভাগের সংশ্লিষ্টরা। জানা গেছে, আগুনের ঘটনায় আশপাশের সিটিটিভি ফুটেজ পর্যালোচনা করে দীর্ঘ অনুসন্ধানের পর মাস্টারমাইন্ডসহ তিনজনকে শনাক্ত করা গেছে। তাদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি ডিবি পুলিশ।

 

ডিএমপি মতিঝিল বিভাগের এক কর্মকর্তা বলেন, নয়াপল্টনে আগুনের ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করেছে ডিবি মতিঝিল বিভাগ। তবে তাদের গ্রেফতারের স্বার্থে এখনই নাম-পরিচয় বলা যাচ্ছে না।

ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রফিকুল ইসলাম বলেন, তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গত ১২ নভেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে কর অঞ্চল-১৫ পার্কিং করা সরকারি গাড়িতে আগুনের ঘটনা ঘটে। এরপর দুপুর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলতি গাড়ি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহনে, ২টা ১০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন ও বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে আগুন দেওয়া হয়।

এ ছাড়া দুপুর ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন পার্কলিং-এ জৈনপুরী পরিবহন, বিকাল ৩টায় মতিঝিল থানাধীন পুবালী পেট্রোল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে ও ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনেও আগুন দেওয়া হয়।

 
Electronic Paper