ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাইন্ড এইড যেন টর্চার সেল

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

রাজধানীর আদাবর এলাকায় মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে বেরিয়ে আসছে মাইন্ড এইড হাসপাতালের ভেতরের রোমহর্ষক সব তথ্য।

সরেজমিন জানা গেছে, এ হাসপাতালে যেসব রোগী আসতেন তাদের প্রথমত ওই রুমটাতে নিয়ে আসা হতো। যেখানে এএসপিকে মারা হয়েছে। যারা বেশি উত্তেজিত হতো তাদের এখানে এনে মারধর করা হতো।

গতকাল মঙ্গলবার মাইন্ড এইড হাসপাতালের বাবুর্চি শারমিন আক্তার এমনই সত্যতা স্বীকার করলেন।

তিনি বলেন, আমাদের মাইন্ড এইড হাসপাতালের আরিফ মাহমুদ জয় ভাই, রেদোয়ান সাব্বির ভাই শেফ মাসুদ, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম পলাশ ও হাসান ভাই- উনারাই মূলত রোগীদের এই রুমে নিয়ে আসেন আর বেশি উত্তেজিত হলে তাদেরকে মারধর করেন।

এরপর রোগীরা শান্ত বা স্বাভাবিক হলে পরে তাদের বেডে নিয়ে যাওয়া হয়।

 
Electronic Paper