ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মোহাম্মদপুরে বোতল বিস্ফোরণ, দগ্ধ কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

রাজধানীর মোহাম্মদপুরের একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মচারী ফারুক আহম্মদের (৩৫) মৃত্যু হয়েছে। ৩১ অক্টোবর, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টায় মারা যান তিনি। এ ঘটনায় দগ্ধ আরও দুই জন আশঙ্কাজন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক চিকিৎসক পার্থশংকর পাল।

 এর আগ ২৭ অক্টোবর, দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বেড়ী বাঁধ সংলগ্ন ভাঙারির দোকানটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ফারুক বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি ছিলেন। তার শরীরের ৫৬ শতাংশ বার্ন ছিল। ওই ঘটনায় আরও তিনজন চিকিৎসাধীন। তবে তাদের অবস্থাও আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আশঙ্কাজন দগ্ধরা হলেন- দোকান মালিক আব্দুল আলিম (৫০), কর্মচারী সাইদুর (৩৩), ও ওই দোকানের মালামাল দিতে আসা আমির হোসেন (২৭)। এ ছাড়া ভাঙারি দোকানটির পাশের দোহার ওয়ার্কশপের আরও ৩ জন তুলনামূলক কম দগ্ধ হন। তারা হলেন- কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।

 
Electronic Paper