ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রমনা পার্ক খুলল ছয় মাস পর

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

বিনোদন ও অবসর কাটাতে রাজধানীবাসী ভিড় জমান রমনা পার্কে। অবশেষে রমনা পার্ক খুলে দেওয়া হয়েছে। করোনার কারণে এটি ছয় মাস বন্ধ ছিল। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পার্কটি খুলে দেওয়া হয়েছে।

পার্ক দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-১-এর কর্ম সহকারী শামসুল ইসলাম একথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।

করোনার সংক্রমণ মোকাবিলায় গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেদিন থেকেই পার্কটি বন্ধ হয়ে যায়। গত ৩১ মে সাধারণ ছুটি তুলে নেওয়া হলেও পার্কটি বন্ধ থাকে।

গত ৮ সেপ্টেম্বর জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট হয়। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটটি হাইকোর্টে শুনানির পর্যায়ে রয়েছে।

রমনা পার্কের আয়তন প্রায় ৬৮ দশমিক ৫ একর। স্বাভাবিক সময়ে রাজধানীবাসী এখানে সময় কাটান।

 

 
Electronic Paper