ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৪০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

রাজধানীর বিমানবন্দর কুড়িল বিশ্বরোড এলাকায় পৃথক ঘটনায় রেলে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আল আমিন হোসেন (১৯), বাড়ি কুড়িগ্রামে। উত্তরা এলাকায় দিনমজুরের কাজ করতেন তিনি। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমান বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় দুজন পুরুষ ট্রেনে কাটা পড়ে মারা যান। তাদের একজনের বয়স আনুমানিক ৪০, অপর জনের বয়স ২৫। অপরদিকে খিলক্ষেত এলাকায় বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে আলামিন (১৯) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়।

এসআই আমিনুল ইসলাম বলেন, 'তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'

 
Electronic Paper