ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাফরুলে ট্রাফিক পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৫৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

রাজধানীর মিরপুর কাফরুলে ট্রাফিক ব্যারাকের ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে শ্যামল চন্দ্র রায় (৪৩) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। রোববার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

রোববার (১৭ মে) রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত (ওসি) সেলিমুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।

তিনি জানান, ট্রাফিক কনস্টেবল শ্যামল ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। থাকতেন মিরপুর ১৪ নম্বরে ট্রাফিক পুলিশ ব্যারাকের ছয় তলা ভবনের চার তলায় ১১ নম্বর রুমে। রোববার সকালের দিকে তাকে ভবনের নিচে পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। তখন সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকালে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে শ্যামল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। তবে কারণ জানা যায়নি। পরে ঢাকা মেডিকেল মর্গে ময়নাতদন্ত শেষে নিহত পুলিশ সদস্যের লাশ লালমনিহাট তার দেশের বাড়ি উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

 
Electronic Paper