ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ত্রাণ নিয়ে গুজব ছাড়ানোয় দুই জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ০৫, ২০২০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ত্রাণ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৪ এপ্রিল) বিকালে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাহউদ্দীন মঞ্জু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাহাজাদা (৫৯) ও রাকিবুল আলম তুষার (৪১)। মো. শাহাজাদার বাবার নাম মৃত আনোয়ার উদ্দীন, তার বাড়ি উপজেলার বলমন্তচর গ্রামে। একইগ্রামের রাকিবুল আলম তুষারের বাবার নাম খাইরুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দীন মঞ্জু জানান, সেনাবাহিনী পাঁচ হাজার টাকা ও ত্রাণ দেবে বলে বলমন্তচর গ্রামে সাধারণ মানুষের মধ্যে ওই দুই ব্যক্তি গুজব ছড়ায়। এমন তথ্য জানতে পেরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ওই গ্রামে যাওয়া হয়। পরে বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও গুজব প্রমাণিত হলে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 
Electronic Paper