ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:১৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

রাজধানীর খিলগাঁও নাগদারপার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহেল হাওলাদার ওরফে জুনার (৩০) বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৭টি মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে। সে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আদিনগর গ্রামের সুরুজ হাওলাদারের ছেলে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক( এসআই) আজিজুল হক জানান, নিহত সোহেল হত্যা মামলাসহ ১৭ মামলার আসামি। মাদক মামলায় কয়েকদিন আগে গ্রেফতার হন তিনি। শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে তাকে নিয়ে নাগদারপার এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলের সহযোগীরা গুলিবর্ষণ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। গোলাগুলিতে সোহেল গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 
Electronic Paper