ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজধানীর হাসপাতালে ভর্তি ৮ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:০১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে এবং ডেঙ্গু সন্দেহে ভর্তি রয়েছেন আটজন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন নতুন দুইজন রোগী।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম বলছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতলে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ২৬২ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ২৫৪ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার বলেন, ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে আটজন রোগী ভর্তি আছেন। এছাড়া দেশের অন্যান্য বিভাগে ডেঙ্গুর কোনো রোগী ভর্তি নেই।

 
Electronic Paper