ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বইমেলায় কামরুজ্জামানের ‘জনতাবাদী’

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে নবীন কবি কামরুজ্জামানের প্রথম কবিতার বই ‘জনতাবাদী’। কামরুজ্জামান তার ‘জনতাবাদী’কে সাজিয়েছেন ২১টি রাজনৈতিক সচেতনতা ও জাগরণমূলক কবিতা দিয়ে।

গতানুগতিক বলয় থেকে তিনি নিজেকে মুক্ত করে ধারালো কাব্যিক ভাষায় তুলে ধরেছেন রাষ্ট্র ও জনতার বিভিন্ন আশা-হতাশা-আকাঙ্ক্ষার বিভিন্ন দিক, বঞ্চিত হৃদয়ের সঞ্চিত কথাগুলোকে।

স্রোতের প্রতিকূলে গিয়ে তিনি চেষ্টা করেছেন কালি ও কলমের তীব্র জ্যোতির্ময়তায় সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠিত করতে। কারণ তিনি বিশ্বাস করেন কেবলমাত্র কবিতার পক্ষেই সম্ভব অশুভ ও অসত্যের বিরোধিতা করা।

‘জনতাবাদী ’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে বইমেলায় গ্রন্থিক প্রকাশনীর ২১১ নম্বর স্টলে। কাব্যগ্রন্থটির প্রকাশক তানিয়া আক্তার এবং প্রচ্ছদ করেছেন আবদুর রাজ্জাক রুবেল।

 
Electronic Paper