ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বনানীতে চীনা নাগরিকের দুই ‘হত্যাকারী’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউজিয়ান হুই (৪৩) হত্যাকাণ্ডে দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার এক বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)।

গত বুধবার (১১ ডিসেম্বর) সকালে বনানীর এ ব্লকের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়িতে মাটি খুঁড়ে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ওই চীনা নাগরিক পদ্মা সেতুতে পাথর সরবরাহসহ সরকারের কয়েকটি মেগা প্রকল্পে কাজ করতেন।

ডিএমপি জানায়, চীনা নাগরিক হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ লাখ ১৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

 
Electronic Paper