ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাজানো হচ্ছে ২৪টি খেলার মাঠ-পার্ক

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ০৯, ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বারবার আমাকে নগর পিতা বলা হয়। কিন্তু আমাকে নগর পিতা না বলে যদি নগরের সেবক হিসেবে নেন তাহলে কিন্তু আমি বেশি খুশি হব। কারণ সন্তানের সঙ্গে বাবার কিছুটা দূরত্ব থাকে। বন্ধুর সঙ্গে কিন্তু ততটা দূরত্ব থাকে না। তাই আমাকে নগরের সেবক বললেই বেশি খুশি হব। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত ‘ফ্রিুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে পায়রা উড়িয়ে এবং ফুটবলে শর্ট করে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেয়র। মেয়র আতিকুল বলেন, আমরা এবং তরুণ সমাজ যতবেশি খেলাধুলা করব, যতবেশি সামাজিকভাবে মিশব, তত বেশি মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে পারব। তিনি আরও বলেন, খেলাধুলার জন্য ২৪টি খেলার মাঠ-পার্ক নতুন করে সাজানোর পদক্ষেপ আমরা নিয়েছি। আশা করছি, সেই মাঠগুলো হবে দেখার মতো।

 
Electronic Paper