ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভাড়া নৈরাজ্য বন্ধ দাবি

জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:২৫ অপরাহ্ণ, নভেম্বর ০৩, ২০১৯

বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। শনিবার (২ নভেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন, কেন্দ্রীয় খেলাঘর আসর, গ্রিন ফোর্স, পরিবেশ আন্দোলন মঞ্চ, বিসিএইচআরডি এ মানববন্ধনের আয়োজন করে।

বক্তারা বলেন, পর্যাপ্ত মানসম্মত বাস না থাকায় মোটর সাইকেল, পাঠাও, উবারসহ বাড়ছে অন্য পরিবহন। এতে মানুষের দুর্ভোগ ও পরিবহন ব্যয় বাড়ছে। বাড়ছে যানজট ও নৈরাজ্য। বিভিন্ন রুটে যে পরিমাণ বাস চালানোর কথা তা চলছে না। একটি সিন্ডিকেট পুরো পরিবহন সেক্টর দখলে নিয়েছে। পরিবহন সিন্ডিকেট হাইকোর্টের রুলকেও পরোয়া করে না। তাদের জিম্মায় চলে যাচ্ছে কোম্পানির বাস। যে কারণে যাত্রীরা সঠিক সেবা পাচ্ছে না। বিভিন্ন কোম্পানি যে পরিমাণ ও যে মানের বাস চালানোর শর্তে রুট পারমিট পায় তারা তার চেয়ে অনেক কম পরিমাণ এবং নিম্নমানের বাস চালায়। তারা আরও বলেন, কোম্পানির যেখানে ৫০টি বাস চালানোর কথা সেখানে তারা চালাচ্ছে ১০টি। যাত্রীদের গাদাগাদি করে এবং অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করার জন্য কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে কম বাস চালায়। যাত্রীরা যথেষ্ট যানবাহন না পেয়ে চলন্ত বাসে ঝুঁকি নিয়ে ওঠানামা করে এতে দুর্ঘটনা বেড়ে যায়।

 
Electronic Paper