ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শহীদ মিনারে শিক্ষকদের সমাবেশে পুলিশের বাঁধা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

গ্রেড পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের পূর্বঘোষিত সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা প্রবেশ করতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং ছত্রভঙ্গ করে দেয়।

আজ (২৩ অক্টোবর) শিক্ষকদের সমাবেশ করার কথা ছিল। তবে পুলিশ আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘিরে রাখায় বাধা পেয়ে শিক্ষকরা সেখানে প্রবেশ করতে পারেনি।

সকাল ১১টায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার শিক্ষক শহীদ মিনার এলাকায় জড়ো হন। পরে তারা সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ কিছু শিক্ষককে লাঠিপেটা করে সেখান থেকে তাড়িয়ে দেয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের গ্রেড ১১ করার দাবিতে শহিদ মিনারের সামনে আজকের সমাবেশের আয়োজন করা হয়।

 
Electronic Paper