ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকায় সাইকেল লেন চালু মার্চে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

রাজধানীর আগারগাঁওয়ে সাইকেলচালকদের জন্য আলাদা লেন তৈরি হচ্ছে। প্রায় নয় কিলোমিটার সড়কে আলাদা সাইকেলের লেন তৈরির কাজ আগামী মার্চে শেষ হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আগারগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের উত্তরপ্রান্ত থেকে এলজিইডি সড়ক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর্যন্ত আলাদা এ লেন তৈরি হচ্ছে। প্রায় নয় কিলোমিটার রাস্তার মধ্যে ২৮৫ মিটারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সেখানে মূল সড়কের দুই পাশে সাইকেলচালকদের জন্য ছয় ফুট করে জায়গা রাখা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে আলাদা সাইকেলের লেন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় গত ১৫ জুলাই। কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি।

 
Electronic Paper