ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গতিরোধক নেই, দুর্ঘটনার শঙ্কা

ঢাকা কলেজ

ঢাকা কলেজ প্রতিনিধি
🕐 ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০১৯

উপমহাদেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ হাজার। সরকারি নিয়মানুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং থাকার কথা থাকলেও ঢাকা কলেজ গেটের সামনে নেই গতিরোধক জেব্রাক্রসিং।

ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হন শিক্ষার্থীরা। সরেজমিন দেখা যায়, প্রতিদিনের মতো জীবন ঝুঁকি নিয়ে এভাবেই রাস্তা পারাপার হচ্ছেন অভিভাবকসহ হাজারো শিক্ষার্থী।

অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অমিয় সরকার বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে দৈনিক কয়েকশ যানবাহন চলাচল করে। জেব্রাক্রসিং না থাকায় দ্রুত গতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দিয়ে যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন সাধারণ শিক্ষার্থীরা।

ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা নিরসনের জন্য ঢাকা কলেজ অধ্যক্ষের উচিত কলেজ গেটের সামনে জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা।

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, মহাসড়ক সংক্রান্ত কাজ মূলত সিটি করপোরেশনের। বিষয়টি সিটি করপোরেশন দেখবে।

 
Electronic Paper