ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেঙ্গুতে প্রাণ গেলো স্কুলছাত্রীর

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তারিন (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়। তারিন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাসির তালুকদারের মেয়ে।

মৃত তারিনের মামা লোকমান হোসেন জানান, পূর্ব মাসুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তারিন। ১০/১২ দিন ধরে তার জ্বর ছিল। গত ১২ সেপ্টেম্বর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। তিন দিন ধরে সে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে হাসপাতালে নতুন ৪৬ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২৩৫ জন ডেঙ্গু রোগী।

 
Electronic Paper