ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার পেলেন ড. মনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

নিসর্গবিদ অধ্যাপক দ্বিজেন শর্মার রোববার (১৫ সেপ্টেম্বর) ছিল দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল। মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান হয়েছে। সঙ্গে তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০১৯ প্রদান করা হয়। হারিয়ে যাওয়া বিপন্ন প্রজাপতিকে খুঁজে বের করে তার পুনরুজ্জীবনে গবেষণার অবদান হিসেবে এবার এ পুরস্কার পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন।

লেখক ও নিসর্গবিদ অধ্যাপক দ্বিজেন শর্মার সম্মানে এ পুরস্কার চালু করেছে তরুপল্লব। এ উপলক্ষে সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনাসভা ও ‘তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০১৯’ দেওয়া হয়।

অনুষ্ঠানে পরস্কারপ্রাপ্ত মনোয়ার হোসেনকে পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা, ক্রেস্ট, সনদপত্র তুলে দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। প্রশংসা বচন পাঠ করেন কথাসাহিত্যিক সাদিয়া মাহজাবিন ইমাম।

এছাড়া, বৃক্ষসখা হিসেবে উদ্দীপনামূলক পুরস্কার দেওয়া হয় শাহানা চৌধুরী ও লায়লা আহমেদকে। মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে এ পুরস্কার এ বছর থেকে প্রবর্তন করে তরুপল্লব।

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লোকগবেষক শামসুজ্জামান খান।

সম্মানিত অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রকৃতি বিশারদ ড. ইশতিয়াক উদ্দীন আহমদ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুপল্লব-এর সাধারন সম্পাদক মোকারম হোসেন।

 
Electronic Paper