ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছুটি শেষ হওয়ার পরও গার্মেন্ট বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে আলিফ অ্যাপারেলস নামে একটি গার্মেন্টের কর্মীরা। বুধবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে এ অবরোধ শুরু হয়। শ্রমিকরা জানান, নোটিশ ছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। তাই তারা সড়ক অবরোধ করেছেন।

তারা আরও জানান, গত ১১ আগস্ট ঈদের ছুটিতে যান তারা। আজ গার্মেন্ট খোলার কথা ছিল। ছুটি কাটিয়ে সকালে এসে তারা গার্মেন্টের গেটে তালা দেখতে পান। কারখানার গেটে পুলিশ অবস্থান নিয়েছে। আজ থেকে গার্মেন্ট বন্ধ এমন একটি নোটিশ গেটে টাঙিয়ে দেয়া হয়েছে।

এর পরই সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে শ্যামলী থেকে কল্যাণপুরের সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই বুলবুল গণমাধ্যমকে জানান, সর্বশেষ বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করেছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

 
Electronic Paper