ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯

রাজধানীর মিরপুর ৭ নম্বরে একটি বস্তিতে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। অবশ্য প্রথমে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়েছে। সর্বশেষ ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার (১৬ আগস্ট) রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত ঝিলপাড় বস্তিতে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে ১২টি ও পরে ৩টি ইউনিট পাঠানো হয়। শেষ খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ৫টি ইউনিট পাঠানো হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে মোট ২০টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিলপাড়ের বস্তির চারদিকে বহুতল ভবন থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ ছাড়া বস্তির পাশে গাড়ি চলাচলের জন্য কোনো রাস্তাও নেই।

এ দিকে বাতাসের কারণে আগুন বহুতল ভবনের দিকে ছড়িয়ে পড়ছে। এ কারণে ভবনের বাসিন্দারা দিগ্বিদিক ছোটাছুটি করছেন।

 

 
Electronic Paper