ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এডিসের লার্ভা পাওয়ায় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর শান্তিনগরের একটি ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার স্কাই ভিউ ফাউন্ডেশন নামে ওই ভবনে মশা নিধন কার্যক্রম চালিয়ে এ জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ভবনটির মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দুপুরে শান্তিনগর এলাকার বেশ কিছু ভবনে মশা নিধন কার্যক্রম চালায় ডিএসসিসি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেয়র সাঈদ খোকন।

মেয়র জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মশা নিধনে নতুন ওষুধ আনার প্রক্রিয়া চলছে। দ্রুততম সময়ে কার্যকর ওষুধ সংগ্রহ করা হবে। প্রয়োজনে তা বিমানে করে আনা হবে।

সেই ওষুধ আনতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আপনারা জানেন, এর মধ্যে ঈদের একটা ছুটি চলে আসছে। সেখানে আমাদের টাইম একটু নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কিন্তু দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে এই ওষুধ বিমানে করে আনতে হলে সেটিও সরকার ব্যবস্থা করবে।

মশক নিধন অভিযানে নিজের সর্বশক্তি দিয়ে মাঠে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা খুবই জরুরি। ৫৭টি ওয়ার্ডে মশক নিধনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী কর্মকর্তা কোথাও মশার লার্ভার স্থান পেলে ব্যবস্থা নেবেন।

 
Electronic Paper