ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৯ দিনে রোগীকে ১০৭৩ ট্যাবলেট সেবন!

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:২২ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

এক রোগীকে ৯ দিনে ১ হাজার ৭৩টি ট্যাবলেট খাওয়ানোর অভিযোগ উঠেছে। এ ওষুধের বিল দেওয়ার সত্যতা যাচাই করতে রাজধানীর ফার্মগেট এলাকার গ্রিন রোডের সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযান চালায় (র‌্যাব)।

গত বৃহস্পতিবার রাতে এ অভিযান শুরু হয়। তবে ১০৭৩ ওষুধ খাওয়ানোর বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন। তাই এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে জানান, ৯ দিন আগে ভর্তি হওয়া হার্টের রোগীকে ১ হাজার ৭৩টি ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে বিল দিয়েছে হাসপাতালটি। একজন রোগীর পক্ষে ৯ দিনে কীভাবে এতগুলো ট্যাবলেট খাওয়া সম্ভব? এ বিষয়ে অভিযোগ পাওয়ায় সত্যতা যাচাইয়ে অভিযানটি চালানো হয়। তবে ওই রোগীর সঙ্গে আইসিইউ, ফার্মেসিসহ বিভিন্ন বিভাগ সংশ্লিষ্ট। এসব হিসাব করতে কিছু সময় লাগবে। তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। তাই নির্বাহী ম্যাজিস্টেট স্বাস্থ্য অধিদফতরকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

 
Electronic Paper