ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রেশনিং-বাসস্থান দাবি পোশাক শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৪৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯

২০১৯-২০ অর্থবছরের বাজেটে পোশাক শ্রমিকদের রেশনিং ও বাসস্থানের জন্য বরাদ্দের দাবিতে সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গত শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা এবং গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

সমাবেশে মন্টু ঘোষ বলেন, গার্মেন্টপণ্য রফতানিতে বাংলাদেশে দ্বিতীয়। আমরা এক নম্বর হতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু বৃহস্পতিবারের বাজেট ঘোষণায় পোশাক শ্রমিকদের জন্য কোনো বরাদ্দ নেই-এটা অত্যন্ত দুঃখজনক। তাই অবিলম্বে পোশাক শ্রমিকদের রেশনিং এবং বাসস্থানের জন্য বরাদ্দের দাবি জানাচ্ছি। না হলে আমরা পোশাক শ্রমিকদের নিয়ে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করব।

 
Electronic Paper