ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিএসএমএমইউতে বিশৃঙ্খলার অভিযোগে ৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৫৪ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা ও উপাচার্যের কার্যালয় ভাংচুরের অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। বিএসএমএমইউতে বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ৫০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর বাদী হয়ে মামলাটি করেন। ইতোমধ্যে বিক্ষোভের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘মেডিক্যাল অফিসার’ পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কণক কান্তি বড়ুয়া এ ঘোষণা দেন।

এর আগে উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা সাক্ষাৎ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে এবং অনেকে আহত হয়। এর পরিপ্রেক্ষিতে তারা উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

আন্দোলনকারীদের অভিযোগ: পুলিশের কিছু অতি উৎসাহী সদস্য তাদের উপর চড়াও হয়ে মারধর করেছে।

তবে পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা নির্দেশ মোতাবেক পরিচয় ছাড়া ভিতরে প্রবেশে বাধা দিয়েছে।

অন্যদিকে আন্দোলনকারীরা সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

 
Electronic Paper