ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিজিএমইএ ভবন থেকে মালপত্র সরানোর শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

মালপত্র সরিয়ে নেওয়ার জন্য বিজিএমইএ ভবনের মূল ফটক খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে বিজিএমইএ ভবসের তালা খুলে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এরপরই ভেতরে থাকা মালামাল সরিয়ে নেয়ার কাজ শুরু করেন মালিক পক্ষের লোকজন।

হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস গণমাধ্যমকে জানান, বিজিএমইএ ভবনের ভেতরে থাকা মালামাল সরিয়ে নেওয়ার জন্য বৃহস্পতিবার সময় দেওয়া হয়েছে। এদিনের মধ্যেই সব মালপত্র সরিয়ে নিতে হবে। এরপর আর সময় দেওয়া হবে না।

এর আগে গত ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে রাত ৭টা পর্যন্ত মালিকপক্ষকে মালামাল সরাতে সময় দেয় রাজউক। কিন্তু সেই সময়ের মধ্যে সব মালামাল সরিয়ে নিতে না পারায় সন্ধ্যা ৭টা থেকে ভবনটির ফ্লোরগুলো সিলগালা করে দেয়া হয়। সাড়ে ৭টার দিকে ভবনটির প্রধান ফটকও সিলগালা করে দেয় রাজউক।

ভবনটি থেকে মালামাল সরিয়ে নেয়ার পর শিগগিরই এটি ভাঙার কার্যক্রম শুরু করবে রাজউক।

 

 
Electronic Paper