ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৩৬টি স্বর্ণের বারসহ দুই নারী ক্রু আটক

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সাথে সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রুকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহন করছিলেন। রোববার (১৭ মার্চ) মধ্যরাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।

জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় সন্দেহ হলে কাস্টমস হাউজ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ওই দুই নারী ক্রুকে আটক করে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার আর ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

 

 
Electronic Paper