ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সদরঘাটে নৌকা ডুবি, আরো একজনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:২৮ অপরাহ্ণ, মার্চ ০৯, ২০১৯

লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গার সদরঘাটে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ হওয়া ৬ জনের মাহি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় এর আগে আহত অবস্থায় উদ্ধার হওয়া শাহজালালের মেয়ে এই মাহি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর গতকাল (৮ মার্চ) দুপুর পৌনে ১২টায় নৌ পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল জামসিদা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। জামসিদার স্বামী দেলোয়ার এখনও নিখোঁজ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে সদরঘাটের বরিশাল লঞ্চ ঘাটে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবে যায় একটি ডিঙি নৌকা। এতে একই পরিবারের ছয়জন সদস্য নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

ওই ঘটনায় নিখোঁজ যারা তারা হলেন- আহত অবস্থায় উদ্ধার শাহজালালের স্ত্রী শাহিদা, তাদের মেয়ে মিম (৮) ও মাহি (৬), জামসিদা ও তার স্বামী দেলওয়ার (২৭) এবং তিন মাসের একটি বাচ্চা। তাদের মধ্যে জামসিদা ও মাহির মরদেহ উদ্ধার হলো।

 
Electronic Paper