ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাহনাজের স্কুটি উদ্ধার, চোর আটক

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে নারী উবার চালকের স্কুটারটি উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছিনতাই করা স্কুটারটি উদ্ধার করা হয়। এসময় জুবায়দুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। 

ডিএমপির তেজগাঁও জোনের পুলিশ সহকারী কমিশনার আবু তায়েব মো. আরিফ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকালে চালানোর কথা বলে শাহনাজ আক্তার পুতুলের স্কুটারটি নিয়ে পালিয়ে যায় ঐ যুবক। রাজধানীর শেরেবাংলার নগরের মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটার পর এদিন রাতেই শাহানাজ বাদী হয়ে ছিনতাইয়ের ঘটনায় জনিকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১০ জানুয়ারি মিরপুরের শ্যামলী এলাকায় জুবায়দুল সঙ্গে শাহনাজের পরিচয় হয়। এসময় তিনি নিজেকে পাঠাও চালক বলে পরিচয় দেন। সে শাহনাজকে একটি স্থায়ী চাকরি দেওয়ার পতিশ্রুতি দেয়। এ জন্য ১৫ জানুয়ারি দুপুর ১২টার সময় জুবায়দুল নামের ঐ যুবক শাহনাজকে খামার বাড়িতে আসতে বলেন। তার কথামতো স্কুটি নিয়ে যথাসময় সময় সেখানে এসে তার সঙ্গে দেখা করেন শাহনাজ। এরপর ঐ দুর্বৃত্তটা চালানোর কথা বলে স্কুটারটি নিযে ভেগে যায়।

 
Electronic Paper