ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আলোচিত সেই নারী উবার চালকের বাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

নারী হয়েও শাহনাজ আক্তার উবারে বাইক চালান যা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। এবার সেই শাহনাজ আক্তারের বাইকটি ছিনতাই হলো। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে তার বাইকটি ছিনতাই করে এক ব্যক্তি।

এ বিষয়ে শাহনাজ আক্তার বলেন, ‘ঋণ করে স্কুটিটি কিনেছিলাম। এই স্কুটিটি দিয়েই আমার সংসার চলত। সেই সম্বলটাও ছিনতাই হয়ে গেল। জানি না কীভাবে এই ধাক্কা সামাল দেব।’

তিনি বলেন, ‘উবার চালানোর সূত্রে পাঁচ দিন আগে জনি নামের এক ব্যক্তির সঙ্গে শ্যামলী বাসস্ট্যান্ডে পরিচয় হয়েছিল। তিনিও আমার মতো উবার চালাতেন। ওই ব্যক্তি আমাকে নির্দিষ্ট এক নারী রাইডারকে ঠিক করে দেওয়ার আশ্বাস দেন। ওই নারী রাইডারের সঙ্গে দেখা করতে তিনি আমাকে আজ (গতকাল) খামারবাড়ি আসতে বলেন। ওই নারীকে না পেয়ে তিনি আমাকে নিয়ে বিমানবন্দর যান। সেখান থেকে আবার আগারগাঁওয়ের তালতলা আসি। সেখান থেকে তাকে নিয়ে আমি আসাদগেট এলাকায় আসি। এ সময় তিনি ‘মেয়েদের স্কুটি’ কীভাবে চালায়- বলে আমার বাইকে উঠে বসেন। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার বাইক নিয়ে চলে যান।’

শাহনাজ আক্তার নীল রঙের একটি মাহিন্দ্র স্কুটি চালাতেন। যার নম্বর ঢাকা মেট্রো-হ-৫৫-২৯৪৭।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজি বিশ্বাস জানান, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ওই নারীর একটি স্কুটি চুরি হয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে।

 
Electronic Paper