ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

সাভার প্রতিনিধি
🕐 ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

দীর্ঘ আন্দোলনের পরে আজ কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। টানা ১ সপ্তাহের শ্রমিক আন্দলোনের মুখে সরকারি হস্তক্ষেপে ন্যূনতম মজুরি নির্ধারণ হওয়ায় কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিক। সাভার এবং আশুলিয়ার একাধিক পোশাক কারখানা ঘুরে দেখা যায়, সোমবার সকালে নিজ নিজ কারখানায় শ্রমিকরা কাজে যাচ্ছেন।

আজ বেলা ১১টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি বলে জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশ

বেতন-ভাতায় বৈষম্যের অভিযোগ তুলে জানুয়ারি মাসের শুরু থেকে অশান্ত হয়ে ওঠে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। আন্দোলন চলাকালীন প্রতিদিনই সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্ট ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রোববার ৬টি গ্রেডের পোশাক শ্রমিকদের মজুরি বাড়িয়ে দেয় সরকার।

শিল্পাঞ্চল পুলিশ-১ এর পরিচালক সানা সামিউর রহমান জানান, মজুরি বৃদ্ধি হওয়ায় আজ শিল্পাঞ্চলের চিত্র বদলে গেছে। শ্রমিকরা কাজে ফিরেছেন। দু’একটি ছাড়া সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে বাড়তি নিরাপত্তা হিসেবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 
Electronic Paper