ঢাকা, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন

অনলাইন ডেস্ক
🕐 ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে ঢাকায় ভারতীয় হাই কমিশন। মঙ্গলবার (১৫ আগস্ট) হাইকমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিবসটি উদযাপন করা হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ বছর স্বাধীনতা দিবসের উদযাপন ভারতের স্বাধীনতার ৭৬তম বছরকে চিহ্নিত করে এবং ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র চলমান উদযাপনের অংশ হিসেবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিনটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন ও জাতির উদ্দেশে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া ভাষণের অংশবিশেষ পড়ে শোনান।

অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) শিক্ষকদের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য দেশটির জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

 
Electronic Paper