ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে ‘রত্নাগর্ভা মা’ সম্মাননা প্রদান

মাহফুজুল আলম খোকন
🕐 ৭:৪০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩

উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে ‘রত্নাগর্ভা মা’ সম্মাননা প্রদান

উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত হলো সন্তানের সাফল্যের পিছনে ‘মা’—এর অবদান শীর্ষক আলোচনা ও রত্নাগর্ভা মা সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৩।

আজ সোমবার (১৫ মে) বিকাল ৪টায় উত্তরা লেডিজ ক্লাব হলরুমে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তরা লেডিজ ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম সবুজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি এবং মূখ্য আলোচক ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ–এর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম, পলিসেল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ওবায়দুল রহমান, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) প্রকৌশলী মো. এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, রত্নগর্ভা মা হিসেবে ৩১ জন মাকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে ১জনকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করেন।

 
Electronic Paper