ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
🕐 ১০:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শুভ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুভ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মো. সেলিমের ছেলে। তিনি দক্ষিণখান এলাকায় থাকতেন।

 

শুক্রবার রাতে দক্ষিণখানের কাওলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন শুভ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

 
Electronic Paper