ঢাবি এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আরিফ জাওয়াদ, ঢাবি
🕐 ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর।
বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংলগ্ন শেখ রাসেল টাওয়ারের বিপরীত পাশে ফুটপাত থেকে ওই মরদেহটি পথচারীরা দেখলে পুলিশকে অবগত করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা বিষয়টি সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, ওই ব্যক্তি ভবঘুরে। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।
