নবীন দলের সহ-সম্পাদক হলেন পারভেজ
নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. পারভেজ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, পারভেজ মিরপুরের মধ্য পীরেরবাগ মো. দেলোয়ার হোসেন দুলালের সুযোগ্য সন্তান। দীর্ঘদিন যাবৎ তিনি ছাত্রদল রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিএনপি'র সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আসছেন। দলের সাংগঠনিক কার্যক্রমে সন্তুষ্ট হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মূল্যায়ন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার জানান, ‘পারভেজ আগামী দিনে গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে বলে আশা করছি।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
