ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিরপুরে ৬০ দেশীয় পাখি উদ্ধার, বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:০০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২

মিরপুরে ৬০ দেশীয় পাখি উদ্ধার, বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত

রাজধানীর মিরপুর থেকে ৬০টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ।

শুক্রবার অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। এসময় ১টি ময়না, ৩২টি টিয়া, ৯টি ঘুঘু, ১টি চিল ও ১৭টি শালিকসহ মোট ৬০টি পাখি বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অফিসের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক নিগার সুলতানা।

জানা গেছে, 'শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের পাখির বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানকার অবৈধ বন্যপ্রাণী ব্যবসায়ীরা পরিস্থিতি টের পেয়ে বন্যপ্রাণীগুলোকে সরিয়ে ফেলে। পরে কৌশলে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন খাঁচায় বন্দি অবস্থায় ৬০টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এ ঘটনার পরপরই অবৈধ ব্যবসায়ীরা সেখান কৌশলে সরে পরে। পরবর্তীতে বোটানিক্যাল গার্ডেনে উদ্ধারকৃত পাখিগুলোকে অবমুক্ত করা হয়।

পরিদর্শক নিগার সুলতানা বলেন, 'এসব অপরাধের জন্য অপরাধীরা ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ময়না, টিয়া, মুনিয়া, ঘুঘু, শালিকসহ দেশীয় যেকোনো বন্যপ্রাণী লালন-পালন করা অপরাধ। আমরা অভিযান পরিচালনা করে তাদের সতর্ক করছি।'

তিনি আরও বলেন, 'গত বছরের জুন থেকে এ পর্যন্ত এক বছরের অধিককালে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পাখির বাজারে ৭৩টি অভিযান পরিচালনা করে ৮০০ বন্যপ্রাণী উদ্ধার করে তা প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। এ সময়ে মোট ৫ লাখ টাকা জরিমানা ও ১৬ জন অবৈধ পাখি ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।'

 
Electronic Paper