ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজধানীতে আবাসিক ঘর ও রিকশা গ্যারেজে আগুন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:০৯ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২২

রাজধানীতে আবাসিক ঘর ও রিকশা গ্যারেজে আগুন

রাজধানীর হাজারীবাগে মধ্যরাতে কয়েকটি ঘর ও রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার দিনগত রাত ৩টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, হাজারীবাগের ঝাউচর বেড়িবাঁধ এলাকায় বস্তির মতো ছোট ছোট কয়েকটি আবাসিক ঘর ও একটি রিকশা গ্যারেজে আগুন লাগে।

তিনি বলেন, রাত ৩টায় বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি ফায়ার সার্ভিসে ফোন করে আগুনের সংবাদ জানান। সংবাদ পেয়ে ৩টা ৫ মিনিটে প্রথম ইউনিট এবং ধাপে ধাপে ৬ টি ইউনিট গিয়ে পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাহান সিকদার বলেন, ঘণ্টা খানেকের মধ্যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। ফায়ার সার্ভিসের একটি দল ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। এছাড়াও আগুন কেন লাগল এবং এর সূত্রপাত খুঁজতে তদন্ত চলছে।

 
Electronic Paper