ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোটা বহালসহ মুক্তিযুদ্ধ মঞ্চের ১১ দাবি

ভোলা প্রতিনিধি
🕐 ৯:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে ভোলায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। একইসঙ্গে স্বাধীনতাবিরোধীদের উত্তরসূরীর সরকারি চাকরিতে নিয়োগ বন্ধের দাবিও জানানো হয়।

গতকাল মঙ্গলবার ভোলা প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাতটি উপজেলা থেকে কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা  ও তাদের সন্তানরা অংশগ্রহণ করেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করারও দাবি জানান আন্দোলনকারীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভোলা শহর প্রদক্ষিণ করে  জেলা  প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকের মাধ্যমে  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের ১১ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- ৩০ শতাংশ কোটা বহাল রাখা, স্বাধীনতাবিরোধীদের সন্তান ও তাদের উত্তরসূরীদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া বন্ধ, স্বাধীনতাবিরোধী ও তাদের প্রজন্ম যারা সরকারি চাকরিতে বহাল আছে তাদের তালিকা করে চাকরি থেকে বরখাস্ত করা, যুদ্ধাপরাধী ও তাদের বংশধরদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ও পরিচালিত প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাতের ‘হলোকাস্ট’ অ্যাক্ট বা জেনোসাইড ডিনায়েল ল’ এর আদলে আইন করে রাষ্টদ্রোহী, দেশদ্রোহী হিসেবে তাদের বিচার করা, কোটা সংস্কারের আন্দোলনে ছাত্র হত্যার গুজব ছড়িয়ে যারা উস্কানি দিয়েছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।

 
Electronic Paper